স্বামী দুই সন্তান হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে
সড়ক দুর্ঘটনায় তুরস্কে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার স্ত্রী নিহত

তুরস্কে সড়ক দুর্ঘটনায় আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেনের স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় শাহাদাত হোসেন ও তার দুই সন্তান হাসপাতালে ভর্তি রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তুরস্কের আনতালিয়া যাওয়ার পথে শনিবার দুপুরে ইস্পারাতা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন শাহাদাত হোসেন। সে সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনায় তার সহধর্মিণী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় শাহাদাত হোসেন ও তার দুই সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আরও পড়ুন
দুর্ঘটনার খবর পেয়ে রাষ্ট্রদূত আমানুল হক দূতাবাসের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের দেখতে হাসপাতালে যান।
এনআই/এমএসএ