সিইসির দ্বারে এবি পার্টি : ৫ আসনে বাধা ও হামলার প্রতিকার চায় দলটি

নির্বাচনী প্রচারণায় বাধা, নেতাকর্মীদের ওপর হামলা এবং স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি অভিযোগ করেছে, বিশেষ করে বরিশাল-৩ আসনে তাদের প্রার্থীরা চরম বৈরী পরিস্থিতির শিকার হচ্ছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। বৈঠকে সিইসির কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেয় দলটি।
এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়, তারা ৫টি আসনে জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। আসনগুলো হচ্ছে ফেনী-২ : মজিবুর রহমান মঞ্জু, পটুয়াখালী-১ : প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.), বরিশাল-৩ : মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া (ব্যারিস্টার ফুয়াদ), কুমিল্লা-৫ : ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া এবং সুনামগঞ্জ-৩ : সৈয়দ তালহা আলম
লিখিত অভিযোগে এবি পার্টি জানায়, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বরিশাল-৩ আসনের ‘ঈগল’ প্রতীকের প্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের পক্ষে প্রচার চালানোর সময় মুলাদী পৌরসভার চরটেকি এলাকায় হামলা চালানো হয়। এতে জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আরিফ বয়াতিসহ বেশ কয়েকজন আহত হন।
দলটির দাবি, হামলার ঘটনায় মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই নিষ্ক্রিয়তা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে উল্লেখ করেছে দলটি।
নির্বাচন কমিশনের কাছে এবি পার্টি তিনটি প্রধান দাবি জানিয়েছে। দাবিগুলো হলো- নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা ও প্রার্থীদের জান-মালের নিরাপত্তা ও নির্বিঘ্নে প্রচারণার পরিবেশ নিশ্চিত করা।
এসআর/জেডএস