মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মী নিয়োগ বৃদ্ধির প্রস্তাব

মালদ্বীপের শ্রমবাজারে বাংলাদেশের চিকিৎসক, প্রকৌশলী ও নার্সসহ দক্ষ পেশাদার কর্মীদের নিয়োগ বাড়াতে মালদ্বীপ সরকারকে প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেই সঙ্গে দেশটিতে বর্তমানে বসবাসরত অনিয়মিত ও নথিবিহীন বাংলাদেশি কর্মীদের বৈধ করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট’ সম্মেলনের সাইডলাইনে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের সঙ্গে বৈঠককালে উপদেষ্টা এই প্রস্তাব দেন।
বৈঠকে ড. আসিফ নজরুল মালদ্বীপে অবস্থানরত সকল অনিয়মিত বাংলাদেশি কর্মীকে নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ অন্যান্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন। বর্তমানে মালদ্বীপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের বড় একটি অংশ কর্মরত থাকলেও পেশাদার খাতে এই সুযোগ আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি।
উপদেষ্টা ড. আসিফ নজরুল বিদেশে পড়াশোনার জন্য মালদ্বীপের শিক্ষার্থীদের প্রদত্ত শিক্ষা ঋণ সুবিধার প্রশংসা করেন। একই সঙ্গে চিকিৎসা, প্রকৌশল, কৃষি এবং অন্যান্য বিশেষায়িত বিষয়ে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের শিক্ষার্থীদের আরও বেশি হারে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। এ ছাড়া বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপ ভ্রমণে আকৃষ্ট করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
মালদ্বীপের মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগে তার দেশের আগ্রহের কথা জানান। সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোকে মালদ্বীপে ‘এডুকেশন ফেয়ার’ বা শিক্ষা মেলা আয়োজনের প্রস্তাব দেন তিনি।
বৈঠকে অন্যান্যের মধ্যে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ নাজির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
এনআই/বিআরইউ