ওয়ারীতে পিস্তল-ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ‘খাড়া বাদশা’ গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী এলাকা থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল, একটি কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ মোবারক হোসেন ওরফে খাড়া বাদশাকে (৩৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির দাবি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ভয়ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তিনি নিজের হেফাজতে অস্ত্র রেখেছিলেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে ওয়ারী হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল সংলগ্ন এলাকায় অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তির অবস্থানের খবর পায় গোয়েন্দা পুলিশ। তথ্যের ভিত্তিতে ডিবির রমনা বিভাগের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে একটি পিস্তল (ম্যাগাজিনসহ), একটি কার্তুজ এবং ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মোবারক হোসেন ওরফে খাড়া বাদশা ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৪টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে তিনি এই অবৈধ অস্ত্র নিজের কাছে রেখেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার মোবারকের বিরুদ্ধে ওয়ারী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা করা হয়েছে।
এসএএ/বিআরইউ