ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি

পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশে ভূগর্ভস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়ন জরুরি।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর পান্থপথে ওয়ারপো ভবনে একটি ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি নদী দূষণ ও অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারসাম্যপূর্ণ সমাধানের পক্ষে মত দেন।
পরিবেশ উপদেষ্টা গাজীপুরে সরকার-ইউনিসেফ পরিচালিত ভূগর্ভস্থ পানি গবেষণার গুরুত্ব তুলে ধরেন। উন্নয়ন সহযোগী, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য কারিগরি সংস্থার সহায়তায় নতুন নীতি, আইন ও নির্দেশনা প্রণয়নের পরিবর্তে শিল্প, সেচ ও মেগা সিটিতে বিদ্যমান প্রস্তাবিত কার্যক্রমসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় তিনি শিল্পখাতে পানি ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, এ নীতিমালা শুধু শিল্প এলাকায় প্রযোজ্য হবে, সেচ ও গৃহস্থালি পানি সরবরাহ খাতে এটি প্রযোজ্য হবে না।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব আজিম আহমেদ বলেন, ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনার জন্য এলাকা ও ব্যবহারকারীভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। সংকটকালে মাঠপর্যায়ের মানুষের পানি প্রাপ্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ইউনিসেফের চিফ অব ওয়াশ পিটার মেস, সুইডেন অ্যাম্বাসির সিনিয়র প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান।
এসএইচআর/বিআরইউ