উত্তরায় আগুনে লেপ-তোষকের ১২টি দোকান পুড়ে ছাই

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডে একটি কাঁচাবাজারের পাশে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনে লেপ-তোষকের ১২টি দোকান পুড়ে গেছে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডে কাঁচাবাজারের পাশে দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের ফুলকি লেপ-তোষকের একটি দোকানে গিয়ে পড়ে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং একে একে লেপ-তোষকের দোকানগুলোতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১২টি দোকান পুড়ে গেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুনের খবর পাওয়া যায়। এরপর পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এসএএ/এমএসএ