উৎপাদন ঘাটতি ও পুরোনো পাইপলাইনে গ্যাস সরবরাহ ব্যহত বিজিডিসিএল

একদিকে দেশীয় খাতে গ্যাসের উৎপাদন কমে যাওয়া এবং পুরোনো পাইপলাইনের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের সক্ষমতা কমে যাওয়ায় কুমিল্লায় সার্বিকভাবে গ্যাস সরবরাহ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বার্তায় বলা হয়, বিগত বছরের তুলনায় চলতি জানুয়ারি মাসে দেশীয় গ্যাস ফিল্ড হতে দৈনিক মোট গ্যাস উৎপাদন বা সরবরাহ প্রায় ১০৩ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়েছে। জাতীয় পর্যায়ে গ্যাসের উৎপাদন ও যোগান হাসের ফলে বিজিডিসিএলের অধিক্ষেত্রাধীন বিভিন্ন এলাকায় কাঙ্ক্ষিত চাপে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ বিঘ্ন হচ্ছে।
বিজিডিসিএলের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের গ্যাস পাইপলাইন/টিবিএস ও ডিআরএসগুলো/নেটওয়ার্ক ১৯৮০ সালে এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে পাইপলাইন/টিবিএস ও ডিআরএসসমূহ/নেটওয়ার্ক ১৯৮৬ সালে স্থাপন করা হয়েছিল। ফলে এগুলোর গ্যাস সরবরাহ সক্ষমতা বর্তমান চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। এছাড়া এই সব পাইপলাইন নেটওয়ার্ক দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়ে লিকেজ পরিলক্ষিত হচ্ছে, যা গ্যাস সরবরাহের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার অন্যতম কারণ।
অসাধু লোকজন অবৈধ পন্থায় গ্যাস সংযোগ নিয়ে বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। বিজিডিসিএল কর্তৃপক্ষ নিজস্ব টীম ও মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অবৈধ সংযোগের কারণে বৈধ গ্রাহকদের কাঙ্ক্ষিত চাপে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
একদিকে গ্যাস সরবরাহ নেটওয়ার্ক পুরাতন, অপরদিকে তার সক্ষমতার থেকে অধিক চাহিদা থাকায় উক্ত নেটওয়ার্ক দিয়ে বিদ্যমান সকল গ্রাহকদের গ্যাসের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না।তবুও এসকল জরাজীর্ণ ও পুরাতন পাইপলাইনের মাধ্যমে অপর্যাপ্ত গ্যাস দ্বারা বিদ্যমান গ্রাহকদের গ্যাসের চাহিদা যথাসম্ভব পূরণে বিজিডিসিএল কর্তৃপক্ষ নিরলস চেষ্টা করে যাচ্ছে।গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
ওএফএ/এমএন