শিশু তরী হত্যার ঘটনায় গ্রেফতার ১

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল মোড়ের নিজ বাসায় পাঁচ বছরের শিশু নুসরাত জাহান তরীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ইমন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুন) তাকে গ্রেফতার করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, গ্রেফতার ইমন শিশুটির পরিবারের পূর্ব পরিচিতি। তাকে গ্রেফতারের পর একেক সময় একেক কথা বলছে। এই জন্য শিশুটির মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে আদালতে।
এর আগে রোববার (২৭ জুন) বাহির সিগন্যাল এলাকার বেপারী পাড়া এলাকার একটি ভবনের চারতলায় নিজের বাসার খাটের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছিল পুলিশ।
এছাড়া শিশুটির গোপনাঙ্গে আঘাতের চিহ্ন আছে বলেও জানিয়েছিল পুলিশ। লাশ উদ্ধারের ঘটনায় রোববার রাতে মা ফাতেমা বেগম অজ্ঞাতনামাদের নামে একটি মামলা দায়ের করেন। ঘটনার দিন শিশুটির পরিবারের সদস্যরা অভিযোগ করেছিল তরীকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ঘটনার দিন নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেছিলেন, চার তলা ভবনের ছোট একটি রুমে মা ও মেয়ে থাকত। প্রতিদিনের মতো পাশের বাসায় মেয়েটিকে দেখার কথা বলে মা সকাল ৭টার দিকে গার্মেন্টসে চলে যায়। দুপুরে বাসায় এসে মেয়েকে না দেখে খুঁজতে থাকেন মা। পরে বাসার খাটের নিচে মেয়ের মরদেহ দেখতে পান মা। খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, শিশুটির গলায় গেঞ্জি পেঁচানো অবস্থায় ছিল। এছাড়া তার গোপণাঙ্গে রক্তক্ষরণের চিহ্ন আছে।
কেএম/ওএফ