প্লেনের অর্ধেক চাকা পানির নিচে, জলাবদ্ধ বিমানবন্দরের পার্কিং বে

টানা বৃষ্টির কারণে রাজধানীর অন্যান্য এলাকার মতো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রোববার (৪ জুলাই) সকাল থেকেই বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগের সড়কে পানি দেখা যায়। শুধু তাই নয়, পানি দেখা যায় প্লেন রাখার স্থান পার্কিং’বে তেও।
শাহজালাল বিমানবন্দর থেকে সাঈদুর রহমান নামে একটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী ঢাকা পোস্টকে জানান, সকালে দেখলাম পার্কিং বে’তে বেশ কয়েকটি প্লেন রাখা ছিল। আবুধাবি থেকে আসা ইতিহাদ এয়ারওয়েজের একটি বড় প্লেন দাঁড়ানো। প্লেনের পেছনের চাকাগুলোর অর্ধেক পানিতে ডুবে গিয়েছিল। আগে কখনো এমন দৃশ্য চোখে পড়েনি।
আজহার নামে আরেকযাত্রী বলেন, বিমানবন্দরের পার্কিং বে’তে অনেক পানি জমা দেখলাম। ওখানে বেশ কয়েকটি এয়ারলাইন্সের নিজস্ব গাড়ি রাখা ছিল। সেগুলোর চাকাও ডুবে গেছে।
বিমানবন্দরের যেখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে সেখান থেকে ট্যাক্সিওয়ে ১৫০ মিটার এবং রানওয়ে প্রায় ৮০০ মিটারের দূরত্বে। তাই ফ্লাইট চলাচলে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না বলে ঢাকা পোস্টকে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা।
এদিকে সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুপুরে বৃষ্টির মাত্রা কমেছে। বিকেলেও মেঘলা আকাশসহ বৃষ্টি থাকতে পারে।
অধিদফতর জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ দিনের আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে। আর ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপাসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এআর/এসএম