লকডাউনেও থেমে নেই উন্নয়ন কর্মকাণ্ড : পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, লকডাউনের মধ্যেও থেমে নেই পানি উন্নয়ন মন্ত্রণালয় ও বোর্ডের উন্নয়ন কর্মকাণ্ড। নদীভাঙন রোধে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকি নিয়ে সারাদেশে কাজ করে চলেছেন। বন্যার আগাম প্রস্তুতিও নেওয়া আছে।
মঙ্গলবার (৬ জুলাই) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নদীভাঙন রোধে চলমান কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন।
পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ক্ষয়ক্ষতি কমানোর জন্য সবরকম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তারা মাঠে রয়েছেন। করোনার মধ্যেও প্রকৌশলীরা দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন জেলায় দিনরাত কাজ করছেন। কোথায়ও বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে তা সংস্কারের ব্যবস্থা করা হচ্ছে। যেসব এলাকায় বন্যার আশঙ্কা আছে সেখানকার প্রশাসনকে আগেই সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা যৌথভাবে কাজ করবেন বলেও নির্দেশনা দেওয়া আছে।
তিনি বলেন, করোনার মহামারি থেকে আমাদের যেমন রক্ষা করতে হবে। তেমনি নদীভাঙন থেকেও মানুষকে রক্ষা করতে হবে। এ জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ চালিয়ে যাচ্ছি। গত বছর পানিসম্পদ মন্ত্রণালয়ের ৪০টি প্রকল্প সমাপ্তির নির্ধারিত ছিল। এর মধ্যে ৩৭টি প্রকল্পের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। কাজের সমাপ্তির হার ৯২.৫ শতাংশ। পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সময়োপযোগী পদক্ষেপের কারণে বর্তমানে দেশে নদীভাঙনের পরিমাণ সাড়ে ৩ হাজার হেক্টর। যা ২৫ বছর আগে সাড়ে ৯ হাজার হেক্টর ছিল।
শামীম বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে যেখানে ক্ষতি হচ্ছে সেখানেই দ্রুত গতিতে কাজ চলছে। দেশে নতুন নতুন মেগা প্রকল্প হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত ডেল্টাপ্লান-২১০০ এর ৮০ ভাগ কাজই করবে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে দেশে আর কোনো নদীভাঙন ও জলাবদ্ধতার সমস্যা থাকবে না।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে নিয়মিতই পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আমি ও সচিব সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শন করছি, সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রকল্পের কাজের তদারকি করছি। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগ করোনা সংকট মোকাবিলায় যা যা করণীয় সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এইউএ/এসকেডি