‘মাস্ক আমার সুরক্ষা সবার’ ক্যাম্পেইনের উদ্বোধন

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে স্থাপিত কোরবানির পশুর হাটে করোনা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘মাস্ক আমার সুরক্ষা সবার’ ক্যাম্পেইন শুরু হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) অনলাইনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
আয়োজকরা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রেখে অর্থনীতির চাকা সচল রাখতে টিকা গ্রহণের পাশাপাশি সঠিকভাবে মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই। ডিএনসিসি ও চসিকের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই ও শক্তি ফাউন্ডেশনের আয়োজনে দেশব্যাপী এ কার্যক্রমের সঙ্গে রয়েছেন গবেষণা সহযোগী প্রতিষ্ঠান ইয়েল-বিশ্ববিদ্যালয়, ইনোভেশন ফর পোভার্টি অ্যাকশন (আইপিএ) ও ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। আর্থিক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সিটি ফাউন্ডেশন ও ফুডপান্ডা। মাস্ক বিতরণে সহযোগী প্রতিষ্ঠান সেন্টার ফর রির্সাচ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর ইয়াং বাংলা ও বিডি ক্লিন।
এ কার্যক্রমের আওতায় ডিএনসিসির ৯টি ও চসিকের দুটি কোরবানির পশুর হাটে আগামী ১৭-২০ জুলাই চার দিনব্যাপী বিনামূল্যে মাস্ক বিতরণ করার পাশাপাশি সারাদেশের জনসাধারণকে সঠিকভাবে মাস্ক পরার বিষয়ে অনুপ্রাণিত করতে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং সরকারের বিভিন্ন দিক নির্দেশনা নাগরিকদের মধ্যে প্রচার করা হবে। এ ক্যাম্পেইনের আওতায় গবাদি পশুর হাটে ৫০০ প্রোমোটারের মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হবে এবং প্রায় আট লাখ মাস্ক বিতরণ করা হবে।
অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, জাতীয় হেল্পলাইন সেবা ৩৩৩ এর মাধ্যমে বিভিন্ন জরুরি সেবার পাশাপাশি খাদ্য সহায়তাও পৌঁছে দেওয়া হচ্ছে। আইসিটি ডিভিশনের সহায়তায় সবার ঢাকা অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপের মাধ্যমে কোনো নাগরিক অভিযোগ করলে ২৪ ঘণ্টার মধ্যেই এর সাড়া পাবেন।
জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রেখে অর্থনীতির চাকা সচল রাখতে টিকা গ্রহণের পাশাপাশি সঠিকভাবে মাস্ক পরার অভ্যাসের ওপর গুরুত্বারোপ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, জীবন ও জীবিকা দুটোকেই রক্ষা করে দেশের সকল কার্যক্রম সচল রাখার জন্য এবং পরিবারের সবাইকে সুরক্ষিত রাখতে আমাদেরকে সঠিক পদ্ধতিতে মাস্ক পরার অভ্যাস করতে হবে। সঠিক পদ্ধতিতে মাস্ক পরার অভ্যাস তৈরি করতে পারলে আমরা জীবনও রক্ষা করতে পারব এবং জীবিকাকেও রক্ষা করতে পারব।
শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আম্বারিন রেজা, ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক আহমেদ মুশফিক মুবারক, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার ম্যানেজার পূরবী মতিন প্রমুখ।
এএসএস/ওএফ