চট্টগ্রামে কোরবানির মহিষের আক্রমণে স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার নুরুল্লাহ মুন্সিরহাটে কোরবানির মহিষের আক্রমণে কামরুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র মারা গেছে।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। কামরুল একই ইউনিয়নের খোরশেদুল আলমের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম ঢাকা পোস্টকে বলেন, স্থানীয় এক ব্যক্তি কোরবানির জন্য মহিষটি পটিয়া থেকে কেনেন। পটিয়া থেকে ট্রাকে করে এনে বিকেলে নুরুল্লাহ মুন্সিরহাটে মহিষটি নামানো হয়। ওই সময় মহিষের গলার দড়ি ছিঁড়ে গেলে এটি এলোপাতাড়ি দৌড় দিতে থাকে। ছুটাছুটির সময় মহিষটির সামনে পড়ে যায় স্কুলছাত্র কামরুল। তাকে শিং দিয়ে গুঁতো দিয়ে বসে মহিষটি। গুরুতর আহত অবস্থায় তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কামরুলের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম ঢাকা পোস্টকে বলেন, দড়ি ছিঁড়ে পালিয়ে যাওয়া মহিষটি বর্তমানে একটি বিলে অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিষটিকে অচেতন করে ধরার চেষ্টা করছেন।
কেএম/আরএইচ