চট্টগ্রামের ইপিজেড এলাকায় গৃহবধূ খুন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নারকেলতলা এলাকায় মাহবুবা মেহের (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া। নিহত মাহবুবা একই এলাকার এসএম গোফরানের স্ত্রী।
পুলিশ কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন, শুক্রবার নারকেলতলা এলাকার আবু নাছের মাস্টারের বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। মাহবুবাকে কারা হত্যা করেছে এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। মাহবুবার স্বজনরা বলছেন, মাহবুবাকে তার শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজন গলাটিপে ও আঘাত করে হত্যা করেছে। অপরদিকে শাশুড়িসহ তার পরিবারের লোকজন বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, জুমার নামাজের সময় হওয়ায় কোনো পুরুষ বাড়িতে ছিল না। ওই সময় তিন জন বাসায় প্রবেশ করে। তখন মাহবুবা চিৎকার করলে তাকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায় তারা।
তিনি আরও বলেন, মাহবুবার মুখে আঘাতের চিহ্ন আছে। তবে ঘর থেকে কোনো ধরনের জিনিস ডাকাতি হওয়ার প্রমাণও পাওয়া যায়নি। এছাড়া একই সময়ে শাশুড়ি বাসায় থাকলেও তার কোনো সমস্যা হয়নি। তাই বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। মেয়ের পরিবারের সদস্যরা মামলা করলে আমরা মামলা নেব। এরপরও আমরা দুই পক্ষের অভিযোগ যাচাই-বাছাই করে দেখছি। পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদঘাটনে মাঠে কাজ করছে। নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেএম/এসএসএইচ