তথ্য অধিদফতরের সিটিজেন চার্টার সংক্রান্ত কমিটি গঠন

সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) সংক্রান্ত কমিটি গঠন করেছে তথ্য অধিদফতর। সম্প্রতি এ কমিটি গঠন করে অধিদফতর থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।
অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার (প্রটোকল ও মনিটরিং) ফায়জুল হককে সভাপতি ও সিনিয়র তথ্য অফিসার (সমন্বয় ও বিতরণ) আসাদুজ্জামান খানকে সদস্য-সচিব করে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন- সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (মনিটরিং-চ.দা.) ইয়াকুব আলী, সিনিয়র তথ্য অফিসার পরীক্ষিৎ চৌধুরী, সিনিয়র তথ্য অফিসার (প্রশাসন) মোহাম্মদ মাহমুদুল হাসান, সিনিয়র তথ্য অফিসার এ.এম. ইমদাদুল ইসলাম এবং তথ্য অফিসার আশরোফা ইমদাদ।
কমিটির কার্যপরিধীতে বলা হয়, তথ্য অধিদফতরের সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) হালনাগাদকরণ এবং যথোপযুক্ত স্থানে প্রদর্শনের ব্যবস্থা করবে কমিটি। এছাড়াও কমিটি সিটিজেন চার্টার পর্যালোচনা করে তা মনিটরিংয়ের পন্থা উদ্ভাবন করবে, এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান তথ্য অফিসার বরাবর দাখিল করবে এবং সিটিজেন চার্টার বাস্তবায়নের জন্য অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
এতে আরও বলা হয়, আঞ্চলিক তথ্য অফিসসমূহের সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং প্রশাসনিক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তথ্য অধিদফতরের সেবা প্রদান প্রতিশ্রুতিতে (সিটিজেন চার্টার) বর্ণিত সেবাসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন তৈরি করবে কমিটি। অফিস আদেশে জানানো হয়, এ সংক্রান্ত পূর্বের কমিটি বাতিল বলে গণ্য হবে।
এসএইচআর/আরএইচ