গাড়ি চাপায় পুলিশের মৃত্যুর ঘটনায় সেই চালক গ্রেফতার

রাজধানীর শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে গাড়ি চাপায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ হেলালের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মাইক্রোবাস চালক বিল্লাল মুন্সিকে (৪৫) ফরিদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ আগস্ট) রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করে শেরেবাংলা নগর পুলিশের একটি টিম।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর থেকেই ঊর্ধ্বতনদের নির্দেশনায় ঘাতক চালক বিল্লালকে গ্রেফতারে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। পরে রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করি। এ ঘটনায় নিহতের শ্যালক বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (সোমবার) তাকে আদালতে পাঠানো হবে। আমরা আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইব।
নিহত ট্রাফিক পুলিশের সদস্যের শ্যালক ইছাম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমার বোন জামাই রোববার সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ডিউটি করছিলেন। সিগনাল অমান্য করে মাইক্রোবাস চালক বিল্লাল ডিউটিরত অবস্থায় আমার বোন জামাইয়ের ওপর গাড়ি তুলে দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আমি শেরেবাংলা নগর থানায় একটি মামলা (মামলা নম্বর-৫) করেছি।
রোববার বেলা ১১টায় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহত পুলিশ কনস্টেবল হেলালকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে বেলা ১১টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।
এসএএ/এসএসএইচ