গুলশানে এসির কাজ করার সময় বিস্ফোরণ, নিহত ১

রাজধানীর গুলশান-২ এর এম্পোরি টাওয়ারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় টাওয়ারের নিচতলার বাইরের দিকে এসি মিস্ত্রীরা কাজ করছিলেন। বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. আজিজুল হক। তিনি আজিজ ট্রেড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
গুলশান থানার ইন্সপেক্টর (অপারেশন্স) শেখ শাহনুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকজন সেখানে কাজ করছিলেন। হঠাৎ করেই একটি বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তিনি বলেন, কয়েকজন আহতের সংবাদ পেয়েছি। তবে কাউকে আমরা দেখিনি। পুলিশ আসার আগেই স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেছেন।
এদিকে বিস্ফোরণের পর নিচতলায় কাঁচ ফেটে যায়। নিচতলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভিসা সেন্টারের কনসুলার সেকশন অবস্থিত।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ১টা ৫০ মিনিটে গুলশান-২ নম্বরের ৯৩ নম্বর রোডের ৬ নম্বর কমার্শিয়াল ভবনের নিচতলায় একটি বিস্ফোরণ হয়েছে বলে আমাদের কাছে ফোন এসেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস বিস্তারিত জানতে কাজ করছে।
এমএসি/এআর/এনএফ