জেদেই জীবন শেষ, তার আগে ডিভোর্স

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার ৪ নং গলির একটি বাসায় কীটনাশক পানে আমেনা আক্তার (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার (৭ আগস্ট) রাত দেড়টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আনসার আলী ঢাকা পোস্টকে জানান, আমার মেয়ে অতিরিক্ত জেদি প্রকৃতির ছিল। দেড় মাস আগে তার স্বামী মঞ্জিলের সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। এই নিয়ে মানসিক সমস্যায় ভুগছিল। রাগে বাসায় কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তার মাকে জানায় যে সে বিষ খেয়েছে।
তিনি আরও বলেন, আমরা কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া থাকি। আমেনা আমার একমাত্র মেয়ে। আমার দুটি ছেলে রয়েছে। আমেনা কামরাঙ্গীরচরের একটি ব্যাটারি কারখানায় কাজ করত। আমাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনকান্দি এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/এইচকে