মানসিক ভারসাম্যহীন অচেতন কিশোরী উদ্ধার, জন্ম নিল ফুটফুটে শিশু

মানসিক ভারসাম্যহীন এক গর্ভবতী কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ। গত ১ আগস্ট খিলগাঁও রেলগেট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ২ আগস্ট ওই কিশোরী ফুটফুটে একটি ছেলে সন্তানের মা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুর বাবার পরিচয় জানা যায়নি।
ভবঘুরে ওই কিশোরীর নাম রুমানা (১৫) বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ আগস্ট) সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের ৪ তলার করোনা ওয়ার্ডে ভর্তি আছে রুমানা। তবে নবজাতক সুস্থ আছে।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-তে ফোন পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে ঢামেকে আনে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। করোনা ওয়ার্ডে ডিউটিরত নার্সরা জানিয়েছেন, তাকে এখানে ভর্তির একদিন পরে একটি ফুটফুটে ছেলে জন্ম নেয়। শিশু ও মা দুজনে সুস্থ আছে। বাচ্চা ও তার মায়ের সেবা করছেন নার্সরা।
রুমানা মাঝে মাঝে বলে, আমাকে রাস্তায় দিয়ে আসো। নিজের নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারছে না সে।
নার্সরা জানান, বাচ্চাটিকে অনেকেই দত্তক নিতে চাইছেন।
ভবঘুরে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসা খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গত ১ আগস্ট ৯৯৯-নম্বরে ফোন আসে থানায়। ওই কিশোরী অচেতন অবস্থায় ছিল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনি।
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, আমরা মা ও শিশুর যত্ন নিচ্ছি। তারা সুস্থ আছে। আমি নির্দেশনা দিয়েছি, চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। ওই মা পুরপুরি সুস্থ হলে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেব।
এসএএ/এইচকে