রামগতি ও কমলনগর বেড়িবাঁধ নির্মাণ কাজ সেনাবাহিনীকে দেওয়ার দাবি

লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগরের নদী ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে নদীতীরের বাসিন্দারা।
শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমরা রামগতি-কমলনগরবাসী’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাঁধ নির্মাণে তিন হাজার ১০০ কোটি টাকার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। অতিতে আমরা এ এলাকায় সেনাবাহিনীর মাধ্যমে নির্মিত বাঁধ এবং পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারের মাধ্যমে নির্মিত বাঁধের মধ্যে পার্থক্য দেখেছি। ২০১৪ সালে একই সময়ে পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদারের নির্মিত বাঁধ যেখানে বছরে দশবারের অধিক ভেঙে যায়, সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত বাঁধ এখন পর্যন্ত অক্ষত রয়েছে। নদী ভাঙনে এ এলাকার জনগণের বাস্তুভিটা বিলীন হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মেঘনা নদীতীরবর্তী এ বাঁধ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বেঁচে থাকার এ স্বপ্ন নিয়ে কোনো অনিশ্চয়তায় পড়তে চাই না।
তারা অনুরোধ জানিয়ে বলেন, রামগতি-কমলনগরের নদীতীর রক্ষা বাঁধ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে দাবি জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মো. গোলাম ফিরুক পিংকু, জেলা যুবলীগের আহ্বায়ক বিপি হেলাল, রামগতি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. আশরাফ আলীসহ রামগতি ও কমলনগরের নদী ভাঙন কবলিত জনসাধারণ।
এমএইচএন/এসএসএইচ