মিরপুরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৩ জন আহত

রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন, ইমন (২০), রিয়ান (১৮) ও মো. সোহান (১৮)।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
আহতদের বন্ধু ইমরান ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তাদের পেটে, গলায় ও পিঠে ছুরিকাঘাত করে করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, আহতদের সবার বয়স ২০ বছরের মধ্যে। তারা কিছু বলতে পারছেন না। কিশোর গ্যাং ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। তাদের নিজেদের মধ্যকার কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। দারুস সালাম থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।
এসএএ/আরএইচ