জেনেভার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপের তিন দেশ সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জেনেভা দিয়ে শুরু হচ্ছে এ সফর। জেনেভার উদ্দেশে আজ (২৯ আগস্ট) সকালে ঢাকা ছেড়েছেন ড. মোমেন।
রোববার (২৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ১১ দিনের রাষ্ট্রীয় সফরে ইউরোপের তিন দেশ সফরে আজ সকাল সাড়ে দশটায় জেনেভার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রণালয় সূত্র বলছে, ২ সেপ্টেম্বর পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভা সফরে থাকবেন মোমেন। সেখান থেকে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি। সবশেষ ৬ সেপ্টেম্বর শুরু হবে নেদারল্যান্ডস সফর।
মূলত, আগামী বছরের জানুয়ারিতে কাতারে এলডিসিএসের (এলডিসি-৫) সম্মেলন অনুষ্ঠিত হবে। এলডিসি-৫ সম্মেলনের প্রস্তুতির জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসিএসের পর্যালোচনা সভা সোমবার (৩০ আগস্ট) থেকে ২ সেপ্টেম্বর জেনেভায় অনুষ্ঠিত হবে।
সেখানে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিবেন। ড. মোমেন আঞ্চলিক পর্যালোচনা সভার দুটি অধিবেশনের সহ-সভাপতিত্ব করবেন। এছাড়া তিনি জেনেভায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
জেনেভা সফর শেষে মোমেন যুক্তরাজ্য যাবেন। সেখানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডামিনিক রাবের সঙ্গে মোমেনের বৈঠক হতে পারে। আশা করা হচ্ছে, যুক্তরাজ্য সফরে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যু, জলবায়ু ইস্যু ও করোনা ইস্যুতে বাংলাদেশকে করোনা ঝুঁকি তথা লাল তালিকায় রাখার বিষয়টি উপস্থাপন করতে পারেন।
যুক্তরাজ্য সফর শেষে ড. মোমেন নেদারল্যান্ডস সফরে যাবেন। আগামী ৬-৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত গ্লোবাল সেন্টার অন অ্যাডপ্টেশনের (জিসিএ) সভায় যোগ দিবেন পররাষ্ট্রমন্ত্রী। মোমেন জিসিএ’র একজন বোর্ড সদস্য। যেখানে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন চেয়ারম্যান।
এ সভায় নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা ও সিভিএম ফোরামের বেশ কয়েকজন মন্ত্রীরও ওই সভায় অংশগ্রহণের কথা রয়েছে। নেদারল্যান্ডস সফরে ড. মোমেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিগ্রিড কাগের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক মিলিত হবেন।
নেদারল্যান্ডস সফর শেষে ড. মোমেন ৯ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
এনআই/এমএইচএস