আইডিয়াল স্কুলের অধ্যক্ষের অবৈধ সম্পদের খোঁজে দুদক

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ আগস্ট ২০২১, ০৫:২৯ পিএম


আইডিয়াল স্কুলের অধ্যক্ষের অবৈধ সম্পদের খোঁজে দুদক

ভর্তি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার অধ্যক্ষ ড. শাহানারা বেগমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (২৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, অধ্যক্ষ ড. শাহানারা বেগমের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 

দুদক সূত্রে আরও জানা যায়, অধ্যক্ষের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। নতুন করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

আরএম/এসকেডি

Link copied