নকল তার তৈরির ৪ প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা

রাজধানীর কদমতলীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা ও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
তিনি জানান, রোববার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। কদমতলী এলাকায় অনুমোদনহীন, ভেজাল এবং নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রি ও বাজারজাত করায় উৎপাদনকারী ৪টি প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন আদালত।
র্যাব-১০ এর মিডিয়া অফিসার এএসপি এনায়েত কবির বলেন, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন, ভেজাল ও নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছিল।
জেইউ/এসআরএস