উত্তরা প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদানের লটারি ১৫ সেপ্টেম্বর

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৯ এএম


উত্তরা প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদানের লটারি ১৫ সেপ্টেম্বর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়িত উত্তরা ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মিত গ্রস এক হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের ফ্ল্যাট বরাদ্দ প্রাপকদের জন্য পঞ্চম লটারি অনুষ্ঠিত হবে। আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজউক অডিটরিয়ামে ফ্ল্যাট বরাদ্দ গ্রহীতাদের উপস্থিতিতে এই লটারি অনুষ্ঠিত হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে এ তথ্য জানা গেছে। রাজউক পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শামীমা মোমেন স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি নোটিশে বিষয়টি বলা হয়েছে।

রাজউক পরিচালক শামীমা মোমেন উল্লেখ করেন, রাজউক কর্তৃক বাস্তবায়িত উত্তরা ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে নির্মিত গ্রসে এক হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের ফ্ল্যাট বরাদ্দ প্রাপকদের জন্য পঞ্চম লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর। যেসব বরাদ্দগ্রহীতা এখনও প্রথম থেকে চতুর্থ কিস্তি পরিশোধ করেননি তাদের আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে কিস্তি জমা দিয়ে লটারিতে অংশ গ্রহণ করতে পারবেন। লটারির সময় আগ্রহী বরাদ্দ গ্রহীতাদের যথাসময়ে রাজউক অডিটরিয়ামে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেছেন, এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি রাজউকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। প্রয়োজনে [email protected] এ ইমেইল এবং ০১৭৩০০১৩৯৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

রাজউক সূত্রে জানা গেছে, ভবনগুলোর নকশা স্থাপত্য অধিদফতরের  প্রফেশনাল আর্কিটেকস ও কাঠামোগত নকশাগুলো গণপূর্ত অধিদফতরের প্রফেশনাল স্টার্কচারাল ডিজাইনার দ্বারা সম্পন্ন করা হয়েছে। প্রকল্প এলাকার ৫৫ শতাংশ জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন, রাস্তা ইত্যাদির জন্য উন্মুক্ত রাখা হচ্ছে।

এএসএস/ওএফ

Link copied