শেখ রেহানার জন্মদিনে কেক কাটলেন তথ্য প্রতিমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন উপলক্ষে কেক কেটেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।
সোমবার সচিবালয়ে নিজ দফতরে কেক কাটেন তিনি। পরে শেখ রেহানার দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সহকারী সচিব মো. রাশেদুল হাসান।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির অতন্দ্র প্রহরী প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও তার আদরের বোন শেখ রেহানা। বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত যাদের হেফাজতের দায়িত্ব আমাদের, তারাই আমাদের হেফাজত করছেন।
এ সময় তথ্য সচিব মো. মকবুল হোসেন, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, ব্যক্তিগত কর্মকর্তা জাহিদ নাঈম ও সামিউল আলম সামীসহ প্রতিমন্ত্রীর দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা।
এসএইচআর/আরএইচ