লায়ন্স ক্লাব সিরাজগঞ্জ যমুনার উদ্বোধন

আন্তর্জাতিক সেবাধর্মী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব সিরাজগঞ্জ যমুনার উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জের পৌর কনভেনশন হলে সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ২ এর গভর্নর লায়ন জালাল আহমেদ এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট লেডি লায়ন সেলিনা আহমেদ।
ক্লাবের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন মহসিন ইমাম চৌধুরী, জেলা কেবিনেট ট্রেজারার লায়ন ফারুক রহমান, আরসি হেড কোয়াটারস (অ্যাডমিন) লায়ন মো. শহিদুল ইসলাম স্বপন, আরসি হেড কোয়াটারস ও জিএলটি জেলা কো-অর্ডিনেটর লায়ন শংকর রায় মনা, রাজশাহী বিভাগের কো-অডিনেটর লায়ন খন্দকার কামরুল হাসান, লায়ন মঞ্জুর কাদির, লায়ন আতিকুর রহমান মিঠু।
অনুষ্ঠানের শুরুতে স্পন্সর লায়ন ক্লাব বগুড়ার সাধারণ সম্পাদক লায়ন আতিকুর রহমান মিঠু গংবেল পতাকা হস্তান্তর করেন লায়ন মাসউদ করিম লায়ন্সস ক্লাব সিরাজগঞ্জ যমুনার সভাপতিকে। প্রথা অনুযায়ী গংবেল বাজানোর মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে ক্লাব সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক লায়ন মো. শাহিন আকতার, ট্টেজারার লায়ন মো. জাহিদুল ইসলাম, প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. হাসানুর রহামান, লায়ন বেলাল হোসেন, লায়ন আসাদ্দুজামান খান, লায়ন টি.এম. রুহুল তালুকদার, লায়ন মোস্তাফিজুর রহমান ও লায়ন রফিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জোন চেয়ারপারসন ও লায়ন্স ক্লাব অব বগুড়া সংশপ্তক লায়ন দেবদুলাল দাস।
এসআই/এসএসএইচ