ঢাকা-মালের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয়

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে দুই দেশ।
ঢাকা-মালের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৩তম বার্ষিকীর দিনে এ প্রত্যয় ব্যক্ত করেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান।
মালদ্বীপের প্রেসিডেন্ট অফিস ও দেশটির বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার (২২ সেপ্টেম্বর) মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন হাইকমিশনার নাজমুল হাসান। এ সময় উভয়পক্ষ এ প্রত্যাশা ব্যক্ত করে।
মালদ্বীপের প্রেসিডেন্ট অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট ও হাইকমিশনার দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ মূল্যবান উন্নয়ন অংশীদার উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট মানবসম্পদ উন্নয়নে; বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ খাতে বাংলাদেশ সরকারের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফয়সাল নাসিম রাষ্ট্রদূতকে জানান, মালদ্বীপে এখনও ডাক্তার এবং বিশেষজ্ঞ চিকিৎসা পেশাজীবীদের অভাব রয়েছে। তিনি কোভিড-১৯ বিস্তার রোধে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার সময় বাংলাদেশে আটকে পড়া মালদ্বীপের শিক্ষার্থীদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
অন্যদিকে বৈঠক নিয়ে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস জানায়, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিনে এ আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। উভয়পক্ষ বিশেষত স্বাস্থ্য সেবা খাতে উচ্চ শিক্ষা এবং বিভিন্ন কারিগরি শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃক মালদ্বীপকে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করে। হাইকমিশনার বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার কর্মী আগমনের বিষয়ে সেপ্টেম্বর ২০১৯ থেকে আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের জন্য ভাইস প্রেসিডেন্টের মাধ্যমে মালদ্বীপ সরকারকে অনুরোধ জানায়।
এনআই/এসকেডি