মালদ্বীপ প্রবাসী কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মালদ্বীপ প্রবাসী আহমেদ কামালের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে রাজধানী মালের ফুডকোর্টের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মো. আমির রাহানের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক মো. হাসেম সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবদলের নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো. আব্দুল মান্নান, মোহাম্মদ ফরহাদ, মো. আশিক, মো. ইসলাম ভান্ডারী, মো. অহিদুর রহমানের, মো. মাসুম, বাবুল, আনোয়ার, মো. শরিফ, আব্দুর রহমান, মো. আহাদ, মো. আবু জাহের, মো. শরিফ, মো. সেলিম মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আহমেদ কামাল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। তার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তারা।
প্রয়াত আহমেদ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রবাসী সাংবাদিক মাওলানা মো. আলআমিন।
পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০০৬ সালে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন আহমেদ কামাল। গত ৬ ডিসেম্বর স্ট্রোক করে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার জিলাদপুর গ্রামে।
এসএসএইচ