ফ্লাইট বাতিলের প্রতিবাদে শাহজালালে বিক্ষোভ

ফ্লাইট বাতিলের প্রতিবাদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিক্ষোভ প্রতিবাদ করছেন সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা। পরে গেইটের সামনে অবস্থান নেন তারা।
শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের ৪ নম্বর গেইটের সামনে ‘যাত্রীদের হয়রানি মানি না, মানবো না’ বলে স্লোগান দেয় তারা।
একজন যাত্রী ঢাকা পোস্টকে বলেন, শনিবার রাত ৯টায় বিমানবন্দরের ভেতরে যাওয়ার কথা থাকলেও আমাদেরকে এখন বলছে ফ্লাইট বাতিল। আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা হয়রানির মধ্যে আছি। আমাদের করোনা টেস্টের মেয়াদ রোববার (২৪ রোববার) শেষ।
তিনি বলেন, টাকা ধার নিয়ে টিকিট করেছি। এখন বুঝতেছি না কি করব। তাদেরকে (বিমানবন্দরের কর্মকর্তা) বললে তারা কোনও উত্তরই দিচ্ছেন না। আমরা শীতের মধ্যে কষ্ট করছি।
স্বপন নামের আরেক যাত্রী ঢাকা পোস্টকে বলেন, আমাদেরকে বোর্ডিং কার্ড বা কিছুই দেওয়া হচ্ছে না। আগামীকাল সকাল ১০টায় করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ সনদের মেয়াদ শেষ হয়ে যাবে। এখন আমরা কি করব বুঝতে পারছি না।
বিমানবন্দর সূত্র জানায়, রাত ২টা ১০ মিনিটের সৌদি এয়ারলাইন্সের ঢাকা টু জেদ্দা রুটের এসভি-৩৮৮৩, ২টা ৩০ মিনিটের ঢাকা টু রিয়াদের এসভি-৮০৫, ৩টা ১০ মিনিটের এসভি-৮০৩ ঢাকা টু জেদ্দা ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়াও এয়ার এরাবিয়ার রাত ২টার শারজাহগামী ফ্লাইট ১২ ঘণ্টা পিছিয়ে রোববার (২৪ রোববার) দুপুর ২টায় শিডিউল করা হয়েছে। ঢাকা টু বাহরাইন রুটে গালফ এয়ারের ভোর ৫টা ১০ মিনিটের ফ্লাইটটি সকাল ১১টা ৩০ এ যাওয়ার ঘোষণা দিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গত দুদিনের কুয়াশায় বিমানবন্দরে মধ্যরাতে ফ্লাইট চলাচল ব্যহত হয়। একারণেই হয়তো ফ্লাইট বাতিল করা হয়েছে। আর এয়ারলাইনসের হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ায় সবাই আন্দোলন করছে।
এ বিষয়ে সৌদি এয়ারলাইন্সের বিমানবন্দর কার্যালয়ে একাধিকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি।
এআর/এসএইচআর/ওএফ