বৃষ্টির পর থমকে গেছে রাজধানী

দিনভর রাজধানীজুড়েই ছিল যানজট। সন্ধ্যার পর কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের পর যানজট আরও বেড়ে যায়। এতে ঢাকা কার্যত থমকে যায়। তীব্র যানজটে ঘরমুখো মানুষ বেশ ভোগান্তির শিকার হয়েছেন।
সোমবার সন্ধ্যার পর সরেজমিনে দেখা গেছে, রাজধানীর পল্টন, মতিঝিল, সেগুনবাগিচা, কাকরাইল, মিন্টো রোড, শাহবাগ বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, পান্থপথ, তেজগাঁও, হাতিরঝিল, মগবাজার ও ধানমন্ডি, কলেজগেট, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী ও মিরপুরের মূল সড়কগুলো যানবাহনে ঠাসা।
দীর্ঘ সময় ধরে যানবাহনগুলো আটকে আছে। যানজট এড়াতে কোনো যানবাহন বড় সড়ক ছেড়ে ছোট সড়কে প্রবেশ করলেই পড়ছে আরও বিপদে। বড় সড়কগুলো বন্ধ থাকায় ছোট সড়কেও লেগে আছে যানবাহনের জট। বৃষ্টিতে সড়কে জমেছে পানি। এতে সড়কে অপেক্ষমান এবং বিভিন্ন যানে বসে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সন্ধ্যায় অফিস শেষ করে রাজধানীর সেগুনবাগিচা থেকে মোটরসাইকেলে নিজ বাসা শ্যামলীর উদ্দেশে রওনা হন মো. নাঈম হোসেন। কথা হয় তার সঙ্গে। তিনি জানান, সন্ধ্যা ৬টায় যাত্রা শুরু করে রাত ৮টায় মাত্র পান্থপথ পর্যন্ত যেতে পেরেছেন। পান্থপথে গিয়েও ৩০ মিনিট ধরে আটকে আছেন যানজটে।
তিনি বলেন, কখন শ্যামলী যাব, জানি না। দুই ঘণ্টায় আমি পান্থপথ পর্যন্ত আসতে পারলেও আমার সঙ্গে যারা বাসে যাত্রা শুরু করেন, তারা এখনও শাহবাগ এলাকায় আটকে আছেন। মাত্রাতিরিক্ত যানজট ভোগান্তির সীমা অতিক্রম করছে।
রাজধানীর পরীবাগে যাত্রী নিয়ে এক ঘণ্টা ধরে আটকে আছেন রিকশাচালক ফিরোজ মিয়া। তিনি জানান, এলিফ্যান্ট রোড থেকে যাত্রী নিয়ে বাংলামোটরে যেতে রওনা হন। কিন্তু বৃষ্টির কারণে সৃষ্ট যানজটে এক ঘণ্টা ধরে পরীবাগেই আটকে আছেন।
তিনি বলেন, পাশের রাস্তায় যানজট। এ কারণে এখান থেকে বের হওয়ার সুযোগ নেই। বৃষ্টির কারণে যাত্রী নেমে পায়ে হেঁটে ভিজেই চলে গেছেন। এখন খালি রিকশা নিয়ে এখানে আটকে আছি।
আজিমপুর থেকে কুড়িলগামী দেওয়ান বাসের চালক সিদ্দিক মিয়া বলেন, ফার্মগেট এলাকায় প্রায় ৪৫ মিনিট ধরে যানজটে আটকে আছি। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে কিছুটা পানিও জমে রয়েছে। ফলে নির্দিষ্ট গতিতে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। সড়কে অনেক গাড়ি। আজকের এ যানজট রাত দশটা-এগারোটা পর্যন্ত চলবে বলে মনে হচ্ছে।
ডিএমপির ট্রাফিকের রমনা বিভাগের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার রিফাতুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যার পর অফিস ফেরত যাত্রীদের চাপের কারণে এমনিতেই যানজট থাকে রাজধানীর বিভিন্ন এলাকায়। আজ বৃষ্টি হওয়ায় যানজটের তীব্রতা আরও বেড়ে গেছে। সাধারণত রাত সাড়ে নয়টার মধ্যে সড়ক ফাঁকা হয়ে যায়। কিন্তু আজ আরও সময় লাগবে বলে মনে হচ্ছে।
নগরের বিভিন্ন সড়কে সংস্কার কাজ চলছে। এ কারণে বিভিন্ন স্থানে গর্ত হয়ে আছে। এসব গর্তে বৃষ্টির পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি।
এমএসি/জেইউ