হাতিরঝিলে ৯ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ৯ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারের নাম হেলাল উদ্দিন বদরী।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ অক্টোবর) রাতে হাতিরঝিল থানার মালিবাগ ডিআইটি এলাকা থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়েন্দা মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম বলেন, ইয়াবাসহ গ্রেফতার হেলাল উদ্দিন বদরী কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
জেইউ/এসএসএইচ