নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডার গ্রেফতার

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ নভেম্বর ২০২১, ০৯:৩৫ এএম


নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডার গ্রেফতার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডারকে গ্রেফতার করে পুলিশ। 

বুধবার (৩ নভেম্বর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।

এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) ফারুক হোসেন।

প্রাথমিকভাবে গ্রেফতার জেএমবি কমান্ডারের নাম ও গ্রেফতার হওয়ার স্থান জানা যায়নি।

ডিসি-মিডিয়া বলেন, জেএমবির কমান্ডারসহ একদল দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এআর/জেডএস

Link copied