চালকল মালিকদের সঙ্গে চুক্তি করার সময়সীমা বাড়ল

সিদ্ধ চালকল মালিকদের সঙ্গে চাল সরবরাহের জন্য চুক্তি করার সময়সীমা বাড়িয়েছে সরকার। ১৮ নভেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমা বাড়িয়ে ২৫ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় থেকে সম্প্রতি খাদ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি), সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ (ডিসি) সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সিদ্ধ চালকল মালিকদের চাল সরবরাহের জন্য চুক্তি সম্পাদনের সময়সীমা ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। অনিবার্য কারণবশত চুক্তি সম্পাদনের সময়সীমা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হলো।
এতে আরও বলা হয়, ইতোমধ্যে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এসএইচআর/জেডএস