উত্তরায় অজ্ঞান পার্টির খপ্পরে প্রেস মালিক

রাজধানীর উত্তরায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মো. মহিউদ্দিন আহমেদ (৪৫) নামের এক প্রেস মালিক।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকাল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
অজ্ঞান পার্টির খপ্পরে পড়া প্রেস মালিকের ভাই মো. শাহাদাত হোসেন ঢাকা পোস্টকে বলেন, তিনি উত্তরার ১ নম্বর সেক্টরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তিনি যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন সেটা তিনি বুঝতে পারেন। পরে তিনি একজন পথচারীকে হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি জ্ঞান হারান। আমরা খবর পেয়ে তাকে ঢামেক হাসপাতালে আনি। এ সময় চিকিৎসকরা তার পাকস্থলী পরিষ্কার করে মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করেন।
তিনি আরও জানান, তার কাছ থেকে অজ্ঞান পার্টির সদস্যরা কিছু নিতে পারেনি। উত্তরার গাউসুল আজম মার্কেটে তার একটি প্রেস আছে।
এ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
এসএএ/আইএসএইচ