স্থগিত থাকা চাঁপাইনবাবগঞ্জের পৌর ভোট ৩০ নভেম্বর

হাইকোর্ট বিভাগের আদেশে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচন স্থাগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে যে পর্যায় থেকে এ পৌরসভার ভোট স্থগিত করা হয়েছিল সেখান থেকে আবার নির্বাচন কার্যক্রম চালু করে ভোটগ্রহণের নতুন তারিখ দেওয়া হয়েছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ভোট যে পর্যায় থেকে স্থগিত হয়েছিল সে পর্যায় থেকেই শুরু করে ৩০ নভেম্বর এ পৌরসভার ভোটগ্রহণ করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
এর আগে, গত ২৭ অক্টোবর ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ পৌরসভার নির্বাচন স্থগিত করে ইসি। গত ২ নভেম্বর এ পৌরসভার ভোটগ্রহণের কথা ছিল।
ওই সময় ইসি জানায়, ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার ভোটগ্রহণ করার কথা ছিল। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে কিছু এলাকা অন্তর্ভুক্ত না হওয়ায় হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে। এজন্য হাইকোর্ট রিট পিটিশনের আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ পৌরসভার ভোট স্থগিত করে ইসি।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পৌরসভার রিট পিটিশন নং-৫৫২৯/২০২১ এর ২৩ সেপ্টেম্বরের আদেশে সংযুক্ত আবেদনটি নিষ্পত্তির ওপর যেহেতু উল্লিখিত পৌর এলাকার অন্তর্ভুক্ত হওয়া না হওয়ার বিষয়টি জড়িত। সেহেতু হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক পিটিশনারের দাখিলীয় আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা সাধারণ নির্বাচন স্থগিত করার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
এসআর/এসএম