বাগেরহাটে অপহৃত কিশোরী ডেমরায় উদ্ধার, গ্রেপ্তার ১

বাগেরহাটে অপহৃত কিশোরীকে (১৫) ঢাকার ডেমরা থেকে উদ্ধার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় মো. শেখ মোস্তফা নামের অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ডেমরা থানাধীন নান্টু ভুইয়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত করিম জানান, ছয় মাস আগে বাগেরহাট থেকে অপহরণের শিকার হয় ১৫ বছর বয়সী ওই কিশোরী। ওই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের করা মামলায় আসামি করা হয় শেখ মোস্তফাকে।
তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ জানতে পারে যে শেখ মোস্তফা রাজধানীর ডেমরা এলাকায় অবস্থান নিয়েছেন। ওই তথ্যের ভিত্তিতে আজ বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ২৮ আগস্ট বাগেরহাটের রামপাল থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলা সংশ্লিষ্ট থানায় তাকে সোপর্দের প্রক্রিয়া চলছে।
জেইউ/এফআর