মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বিকেটিটিসি পরিদর্শন

মিরপুরে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) পরিদর্শন করেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। সোমবার (২২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, ভাইস প্রেসিডেন্ট বিকেলে বিকেটিটিসিতে পৌঁছান। সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তাকে ফুলের শুভেচ্ছা জানান। এরপর বিকেটিটিসির কনফারেন্স রুমে ভাইস প্রেসিডেন্ট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও প্রশিক্ষণ নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন দেওয়া হয়।
বিকেটিটিসি পরিদর্শনকালে ভাইস প্রেসিডেন্ট এবং তার সফর সঙ্গীরা বাংলাদেশের কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতার প্রশংসা করেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী ফয়সালকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, বাংলাদেশ সরকার গুনগত শ্রম অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। দেশটি যেকোনো অনিয়মতান্ত্রিক অভিবাসনকে সবসময় নিরুৎসাহিত করে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মালদ্বীপের উচ্চ শিক্ষামন্ত্রী ইব্রাহীম হাসান, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম।
মতবিনিময় শেষে প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে ভাইস প্রেসিডেন্ট বিকেটিটিসিতে চলমান বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট সোমবার সকাল সোয়া ৯টায় ঢাকায় পৌঁছান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
বুধবার (২৪ নভেম্বর) দেশের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের।
এনআই/এমএইচএস