তৃতীয় ধাপের পৌর নির্বাচনে প্রার্থী-কেন্দ্রের তালিকা প্রকাশ

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশের এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৬৩ পৌরসভায় নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকছে না। শুধু নির্বাচনের কাজে ব্যবহৃত প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। এই পৌরসভাগুলোতে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু এক মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। এর আগে প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভা ও দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় নির্বাচন হবে।
এদিকে, ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে ৬৩ পৌরসভার নির্বাচনে যেসব কেন্দ্রে ভোটগ্রহণ হবে এর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান। এ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, বাছাই হয়েছে ৩ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ সময় ছিল ১০ জানুয়ারি।
বর্তমানে দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। স্থানীয় সরকার আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের ভোটগ্রহণ করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। ওইসময় ২০টি দল ভোটগ্রহণে অংশ নেয়।
প্রার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন
কেন্দ্রের তালিকা দেখতে ক্লিক করুন
এসআর/এফআর