দ্রুত সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে দ্রুত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এ সময় পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে জয়শঙ্করকে ঢাকায় আমন্ত্রণ জানানো চিঠি হস্তান্তর করেন।
চার দিনের সফরে বৃহস্পতিবার সকালে ভারতের নয়াদিল্লি সফরে গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী মার্চে ‘মুজিববর্ষ’ এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য এই সফরে যান তিনি।
তবে সফরে দুই দেশের দ্বিপক্ষীয় প্রায় সবগুলো বিষয় নিয়ে আলোচনার কথা বুধবার (২৭ জানুয়ারি) সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব।
পররাষ্ট্র সচিব বলেন, দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সামিটে যেসব যৌথ ঘোষণা আছে, এর মধ্যে ফলোআপগুলো নিয়েও আমরা আলোচনা করব।
জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠকে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সহযোগিতার মাধ্যমে দ্রুত সময়ে সমাধানের বিষয়ে আলোচনা হয়।
এছাড়া ঢাকার পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে মুজিববর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে সফরের বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশকে করোনা প্রতিরোধে উপহার হিসেবে ২০ লাখ ভ্যাকসিন দেওয়ায় ধন্যবাদ জানানো হয়।
শুক্রবার (২৯ জানুয়ারি) নয়া দিল্লির হায়দারাবাদ হাউজে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।
এনআই/এফআর