প্রাইভেটকারে ৩৯৪ বোতল ফেন্সিডিল, কারবারি আটক

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক ব্যক্তির নাম মো. শরিফ মিয়া (২২)।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে র্যাব-২ এর একটি দল তাকে আটক করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে ফেন্সিডিলের একটি বড় চালান রাজধানীর কারওয়ান বাজারে আসছে বলে গোপন খবর আসে। খবর পেয়ে র্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারের সোনার বাংলা মাছের আড়তের সামনে চেক পোস্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করতে থাকে। রাত ৯টার দিকে একটি প্রাইভেটকার আসে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি থামায়। কৌশলে পালানোর চেষ্টা করলে মো. শরিফ মিয়াকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি গাড়িতে ফেন্সিডিল আছে বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্য মতে প্রাইভেটকারের পিছনে অভিনব পন্থায় লুকানো ৩৯৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
আটক শরীফ জানান, অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল অল্প দামে কিনে বিভিন্ন কৌশলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় চড়াদামে সরবরাহ করেন তিনি। শরীফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।
জেইউ/এইচকে