ধারাবাহিক উন্নয়নে বিকশিত হচ্ছে দেশের পর্যটন খাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে বিকশিত হচ্ছে দেশের পর্যটন খাত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পর্যটন উন্নয়নে যে স্বপ্ন দেখেছিলেন, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি আমরা।
বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিব কর্নার’ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘সুবর্ণজয়ন্তীর খাদ্যোৎসব’ শিরোনামে তিন দিনব্যাপী খাদ্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার এবং পর্যটন সংশ্লিষ্ট বেসরকারি অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় দেশের পর্যটন শিল্প এগিয়ে যাবে। পর্যটন উদ্যোক্তাদের সকল প্রকার নীতিগত সহায়তা প্রদান করতে আমরা সবসময় প্রস্তুত।
প্রতিমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী ও স্থানীয় খাবারের স্বাদগ্রহণ নিয়ে মানুষের আগ্রহ আছে। পর্যটকরা যেখানেই যান সেখানকার খাদ্য নিয়েও আগ্রহী থাকেন। বাংলাদেশে খাদ্য পর্যটন বিকশিত করার অনেক সুযোগ আছে। আমাদের ঐতিহ্যবাহী ও গ্রামীণ খাবার করে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরলে খাদ্য পর্যটন গতিশীল হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ উপস্থিত ছিলেন।
এআর/এসকেডি