উন্নয়ন বাধাগ্রস্ত করতেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা : বিপিডব্লিউএন

পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদসহ সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত, যা প্রতিষ্ঠান ও রাষ্ট্রের জন্য বিব্রতকর বলে মনে করছে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)।
পুলিশের নারী সদস্যের সংগঠনটি বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী চলমান অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ককে সুপরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করতেই এই নিষেধাজ্ঞা। এ সিদ্ধান্ত কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর অপতৎপরতার প্রতিফলন।
বুধবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল) আমেনা বেগম এবং সাধারণ সম্পাদক ডিএমপির উপ-পুলিশ কমিশনার (এস্টেট) আসমা সিদ্দিকা মিলি স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, আইজিপি ড. বেনজীর আহমেদের গতিশীল নেতৃত্ব রাষ্ট্রে নারী ও শিশুদের নিরাপত্তাবোধ তৈরিতে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। আইজিপির নেওয়া পদক্ষেপে সরকারের রূপকল্প-২০৪১, জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১, নারী, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন ১৩২৫ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন ২০৩০-এর জেন্ডার বিষয়ক লক্ষ্যমাত্রা অর্জনে জন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশের ভূমিকাকে সমুজ্জ্বল করেছে।
তার দূরদর্শী নির্দেশনা ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনায় নারী পুলিশ সদস্যদের নিয়োগ, পদায়ন, কর্মবণ্টন এবং প্রশিক্ষণ ব্যবস্থা আধুনিকরণের ফলে নারী পুলিশের পেশাদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এতে নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা যোগ হয়েছে।
ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে একযোগে ৬৬৫টি থানায় নারী ও শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সহায়তা ডেস্ক স্থাপিত হয়েছে। এর ফলে পারিবারিক সহিংসতা প্রতিরোধে বর্তমানে বাংলাদেশ পুলিশ আস্থা ও ভরসার কেন্দ্রস্থল হয়ে উঠেছে।
ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিরসনে এবং নারী ও শিশুদের সুরক্ষা প্রদানে আইজিপির নির্দেশনায় বাংলাদেশ পুলিশ সম্প্রতি চালু করেছে অল উইমেন সাইবার সাপোর্ট উইং। ৯৯৯ জাতীয় জরুরি সেবা কার্যক্রমের মাধ্যমে পুলিশ পরিষেবা সক্রিয়ভাবে পৌঁছে গেছে সাধারণ মানুষের কাছে। কাঙ্ক্ষিত পরিবর্তনের স্বপ্নযাত্রায় বিট পুলিশিংসহ বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা বিধান করা হয়েছে।
জেন্ডার সংবেদনশীল পুলিশি পরিষেবা নিশ্চিত কল্পে সম্মানিত আইজিপির দৃশ্যমান সাফল্য সমাজের সর্বস্তরের অংশীজনকে অনুপ্রাণিত ও আশান্বিত করেছে।
স্বাধীনতার ৫০ বছর পূর্তির এমন গৌরবময় অর্জনের সুবর্ণলগ্নে যুক্তরাষ্ট্র সরকারের অর্থ দফতর ও পররাষ্ট্র দফতর কর্তৃক আইজিপি ড. বেনজীর আহমেদসহ ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।
বিপিডব্লিউএন গভীর উদ্বেগের সঙ্গে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারের কাছে পুনর্বিবেচনার দাবি করছে।
জেইউ/এমএইচএস