‘পঞ্চগড়ে তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন জরুরি’

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ চা বোর্ড।
রোববার (১৯ ডিসেম্বর) বোর্ডের চট্টগ্রামের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।
পঞ্চগড়ে একটি চা নিলাম কেন্দ্র স্থাপনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পঞ্চগড়ের কারখানাগুলোতে উৎপাদিত চা চট্টগ্রাম ও শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে বিক্রি হয়। দূরত্বের কারণে পরিবহনে চায়ের গুণগত মান হ্রাস পাওয়ায় পঞ্চগড়ের চা একদিকে নিলামে কম দামে বিক্রি হচ্ছে, অন্যদিকে কারখানাগুলোকে তুলনামূলক বাড়তি পরিবহন খরচ গুনতে হচ্ছে। ফলে উত্তরবঙ্গে একটি চা নিলাম কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তিনি পঞ্চগড়ে একটি চা নিলাম কেন্দ্র স্থাপনের বিষয়ে বোর্ডের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি টিটিএবি, টিপিটিএবি এবং ব্রোকার প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ও যুগ্ম সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী মতবিনিময় সভার সঞ্চালনা করেন। এ সময় টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) সভাপতি ওমর হান্নান, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক খোকন, পঞ্চগড় চা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এ বি এম গোলাম আজম এবং টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিপিটিএবি), দি কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের প্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
চা বোর্ডের অন্য কর্মকর্তারা ছাড়াও চট্টগ্রাম ও শ্রীমঙ্গলের চা ব্রোকার ও প্রতিনিধিরা সভায় অংশ নেন।
এমএইচএস
