‘শিক্ষা পদ্ধতিতে বাংলার প্রাধান্য আনতেই হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আমাদের ছেলেমেয়েরা ইংরেজি, ফরাসি, জার্মান যেকোনো ভাষা শিখবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাতৃভাষা। সেটা কি শিখছে? বাংলা যখন বলতে যায়, দেখি তখন কত দুর্বলতা।
সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রিড অ্যালাউড বাংলাদেশ আয়োজিত ‘বিশ্ব শব্দ করে পড়া দিবস’ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আরেফিন সিদ্দিক বলেন, ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ বাংলার পণ্ডিত। তিনি বাংলায় লিখেছেন। বাংলায় শিক্ষকতা করেছেন। কিন্তু তিনি ১৮ থেকে ২০টি ভাষা জানতেন। তার বাংলাভাষার পাণ্ডিত্যতে বাধা হয়ে দাঁড়ায়নি অন্য কোনো ভাষা। ড. মুহাম্মদ শহীদুল্লাহর দেশের মানুষ হয়ে আমরা কীভাবে বাংলা ভাষাকে অবহেলা করি? বাংলা মাধ্যমে যারা পড়ালেখা করেন, অন্যদিকে যারা ইংরেজি মাধ্যমে পড়ালেখা করেন, ছোটবেলা থেকেই একটি বৈষম্য তৈরি হয়ে যায়। কেন আমরা এই বৈষম্য শিক্ষার মধ্যে আছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শিক্ষা আমাদের দিয়ে যাননি।’
শব্দ করে পড়া একটি আন্দোলন উল্লেখ করে সেমিনারে রিড অ্যালাউড বাংলাদেশের প্রতিষ্ঠাতা রূপক সিংহ বলেন, ‘রিড অ্যালাউড বা শব্দ করে পড়ার প্রচলন আমাদের সময়ে থাকলেও এখন আর নেই। যার কারণে আমাদের শিক্ষার্থীরা হৃদয়াঙ্গম করা পড়া থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমি আবারও সবার মধ্যে ‘শব্দ করে পড়ি, নিজেকে আবিষ্কার করি’ বার্তাটি পৌঁছে দিতে মাঠে নেমেছি। আমি আশা করি এজন্য সব অভিভাবককে এগিয়ে আসতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. ওমর ফারুক প্রমুখ।
এইচএন/জেডএস