পর্দা নামছে শুদ্ধসংগীত উৎসবের

ছায়ানটের আয়োজনে শুদ্ধসংগীতের দুই দিনব্যাপী উৎসব শেষ হচ্ছে আজ শুক্রবার। সমাপনী দিনে দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে সকাল ৯টায়, চলবে দুপুর ১২টা পর্যন্ত।
এতে থাকবে কণ্ঠসংগীত, বেহালা ও বাঁশিবাদন। তৃতীয় তথা শেষ অধিবেশন শুরু হবে বিকেল চারটায়। এতে কণ্ঠসংগীত ছাড়া থাকবে তবল লহরা ও সেতারবাদন। শুদ্ধসংগীতের অনুরাগীদের জন্য উৎসব উন্মুক্ত।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে উৎসবের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। শুদ্ধসংগীতের এই উৎসব উৎসর্গ করা হয়েছে ছায়ানট সংগীত বিদ্যায়তনের তবলাশিক্ষাগুরু মদন গোপাল দাস ও রাগসংগীতের শিক্ষক সতীন্দ্রনাথ হালদারকে।

ছায়ানট সূত্রে জানা গেছে, ছায়ানটের যাত্রা শুরু হয়েছিল ১৯৬৩ সালের পয়লা বৈশাখে। তার অল্প কিছুদিন পর তবলাশিক্ষক হিসেবে মদনগোপাল দাস যোগ দেন। তিনি প্রায় ৫০ বছর ধরে ছায়ানটে তবলাশিক্ষক হিসেবে শিক্ষকতা করে বহু কৃতি ছাত্র ও ছাত্রীকে গড়ে তুলেছেন। অন্যদিকে সতীন্দ্রনাথ হালদার রাগসংগীতের শিক্ষক হিসেবে ছায়ানটে ২৫ বছরের বেশি সময় শিক্ষকতা করেছেন। তিনিও বহু ছাত্রছাত্রীকে রাগসংগীতের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করেছেন। তাঁর সূত্রে অনেকেই রাগসংগীত শিক্ষা করেছেন।
এইচকে
