সার্বিক পরিস্থিতি ভালো, অপ্রীতিকর ঘটনা ঘটেনি : এসপি না.গঞ্জ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনের সার্বিক পরিস্থিতি খুবই ভালো, এখন পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।
রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি ঢাকা পোস্ট কে এ তথ্য জানান।
এসপি জায়েদুল আলম বলেন, এখন পর্যন্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি খুবই ভালো আছে। ভোটাররা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও বলয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে নারী ও বয়স্ক ভোটাররা উল্লেখযোগ্য হারে ভোট কেন্দ্রে হাজির হচ্ছেন। তারা নির্ভয়ে নিরাপদ পরিবেশে ভোট দিচ্ছেন।
তিনি বলেন, ভোট শুরু হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত আমরা কোনো কেন্দ্রে কোনো ধরনের অঘটন বা অপ্রীতিকর ঘটনার খবর পায়নি। নির্বাচনকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কয়েকদিন আগে থেকে নেওয়া হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য প্রতিটি কেন্দ্রে পোশাক ও সাদা পোশাকে মোতায়েন রয়েছে। তবে কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাই তাহলে আমরা কঠোর ব্যবস্থাগ্রহণ করব।
এর আগে শনিবার নারায়ণগঞ্জ মাসদাইর পুলিশ লাইনস মাঠে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠানে এসপি জায়েদুল আলম বলেন, ভোটের দিন ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে পুলিশ, র্যাব, আনসার, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবেন। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন। নারায়ণগঞ্জবাসীর চাওয়া একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এটি নিশ্চিত করতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাউকে ভোটকেন্দ্র দখল ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তাবলয় থাকবে।
এমএসি/এসএম