সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার পদে তৃতীয় প্যানেলের ফল দাবি

সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (জেনারেল)-২০১৭ এর তৃতীয় প্যানেলের (চতুর্থ পর্যায়) ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন প্যানেলভুক্ত চাকরিপ্রত্যাশীরা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চাকরিপ্রত্যাশীরা বলেন, ব্যাংকার্স সিলেকশন কমিটির প্রকাশিত পাঁচ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (সাধারণ) ২০১৭ সালভিত্তিক ২ হাজার ৫৭৪টি পদের বিপরীতে তিন দফায় (মেধা তালিকা ও দুইটি প্যানেল) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এরপরও প্রায় ৪০০ পদ শূন্য রয়েছে। ওই শূন্য পদ পূরণের জন্য পাঁচ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান এরই মধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে লোকবলের চাহিদা পাঠিয়েছে।
তারা বলেন, করোনার কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। ওই নিয়োগে মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের একটি বড় অংশ চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় নতুন কোনো নিয়োগ পরীক্ষায় আবেদনের সুযোগ নেই। তাই চাকরিপ্রার্থীদের বয়স ও করোনার বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত তৃতীয় প্যানেলের ফলাফল প্রকাশ করার জন্য দাবি জানাচ্ছি।
এএজে/ওএফ