করোনায় ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার একশ ৯০ জনে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩০৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জনে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৪১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন।
গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯শ ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে ১২ হাজার ১৩৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৩৬ হাজার ৬০৮টি। এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ লাখ ১০ হাজার ৩২৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে ৮ লাখ ২৬ হাজার ২৭৯টি।
মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ জন এবং নারী ২ জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ হাজার ২শ ৬ জন, বাকি ১ হাজার ৯শ ৮৪ জন নারী।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন রয়েছেন।
টিকা নিবন্ধনে বাড়ি বাড়ি গিয়ে সহযোগিতা
করোনাভাইরাস প্রতিরোধে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে টিকা প্রয়োগ কার্যক্রম। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যারা অনলাইনে টিকা নিবন্ধন করতে অপারগ, তাদের নিবন্ধন সম্পন্ন করতে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা করা হবে। সহায়তা করবেন ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা হাসপাতালে কর্মরত স্বাস্থ্যসেবা সহকারী কর্মীরা।
‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধনের হিড়িক
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকা পেতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধনের হিড়িক পড়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ৯ দিনে টিকা নিতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেছেন দুই লাখ ৪৬ হাজার ২৬৭ জন। টিকা নিয়ে একদল লোক গুজব ছড়াচ্ছে এবং অপপ্রচার করছে জানিয়ে নাসিমা সুলতানা বলেন, টিকার প্রতি মানুষের আগ্রহ তবু বাড়ছে।
৫৫ বছরের নিচে টিকার জন্য রেজিস্ট্রেশন নয়
‘৫৫ বছরের নিচে টিকার জন্য রেজিস্ট্রেশন নয়’ বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, সম্মুখযোদ্ধারা ছাড়া ৫৫ বছরের নিচে কোনো মানুষ আইসিটি মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তবে ৫৫ বছরের নিচে সম্মুখযোদ্ধাদের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হলে আইসিটি মন্ত্রণালয় তাদের রেজিস্ট্রেশন আগেই সম্পন্ন করে রাখবে বলেও জানান তিনি।
সম্মুখযোদ্ধাদের স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধিদের কেন্দ্রীয়ভাবে তালিকা না পাঠানো হলে স্ব-স্ব জেলার স্বাস্থ্য বিভাগে তালিকা দেওয়ার অনুরোধ করছি।’
এইচকে
