লালবাগে ব্যাংক সহকারীর মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগ থানার নগর বেলতলী বাজার এলাকার একটি বাসা থেকে আশিষ দাস (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে ২৪নং নগর বেলতলি লেন শেকসা বাজার এলাকার একটি বাসায় যাই। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, একটি বেসরকারি ব্যাংকের সহকারী হিসেবে কাজ করতেন তিনি। তবে কী কারণে সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা তদন্ত করছি পরে বিস্তারিত জানানো হবে।
লালবাগের বাসিন্দা মৃত সুধীর দাসের ছেলে আশিষ। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।
এসএএ/আইএসএইচ