নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৫ এএম


নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

অডিও শুনুন

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত ১২টায় এবং সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন আলম (৪০) ও জজ মিয়া (৫০)।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, গতকাল ফতুল্লার পাগলা এলাকায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে ৭ জনকে এখানে ভর্তি করা হয়।

গতকাল রাতে আলম ও আজ সকালে জজ মিয়া মারা যান। তাদের শরীরের যথাক্রমে ১০০ শতাংশ এবং ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এসএএ/এমএইচএস/জেএস

Link copied